
মিলন বৈদ্য শুভ, রাউজান চট্টগ্রামঃ চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জিএম মোঃ মামুন অর রশিদ বলছেন, আপনাদের সাথে আনন্দ ভাগাভাগি করতে এসেছি, আমরা চেষ্টা করেছি নিরবিচ্ছৃন্ন বিদ্যুৎ সেবা দিতে। ধর্ম যার যার উৎসব আপনার আমার সকলের, তাই আপনাদের আনন্দটা আরো বাড়িয়ে দিতে আমরা এসেছি।রাউজান উপজেলার প্রানকেন্দ্র জলিললনগরস্থ শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম মন্দিরের আয়োজনে ৩০সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় শারদীয় দূর্গোপূজা-২৫’র মহাঅষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম মন্দিরের সভাপতি দিলীপ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক টিপু কান্তি দে’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম (সদর-কারিগরি) মোঃ আবু হেনা শফিক কামাল, এজিএম (ওএন্ডএম) শেখ মোহাম্মদ ইমরান, এজিএম (আইটি) আরিফুল ইসলাম, এজিএম (সদস্য সেবা) আরিফ আহমেদ, এজিএম ( অর্থহিসাব) মোঃ মনিরুল ইসলাম, এজিএম (ওএন্ডসি) আজহারুল ইসলাম, রাঙ্গুনীয়া জোনাল অফিসের ডিজিএম মোঃ ফায়সাল হোসেন।
এছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম মন্দিরের সিনিয়র সহ সভাপতি কাজল বোস, সহ সভাপতি অশোক পালিত, উদয়াচল সংসদের সভাপতি সঙ্কর দে, সাধারণ সম্পাদক দিবাকর বোস, সদস্য কাঞ্চনকর, সম্পাদক রাজীব দে, কাঞ্চন দে, কালিপদ শীল, বিজন চৌধুরী, কাঞ্চন, দিলীপ মুহুরী, ধীলন মুহুরী, প্রদীপ শীল সহ অনেকেই।