
বাবলু বড়ুয়া চট্টগ্রাম ঃ কর্ণফুলী থানার এসআই মোঃ শামীউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ গত ২৬/০৯/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানাধীন শিকলবাহা ইউনিয়নের মইজ্জারটেক এলাকায় কর্ণফুলী সিএনজি ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক কারবারি ১। মোঃ আনোয়ার (২৬), পিতা-হামিদ হোসেন, মাতা– রাজিয়া বেগম, সাং – উজান টিয়া, নতুন ঘোনা, ইসলামের পুরাতন বাড়ি, থানা–পেকুয়া, জেলা -কক্সবাজার এবং ২। মোঃ নাছির (৪৫), পিতা – মৃত আবুল বশর, মাতা – নুর নাহার, সাং – থাইংখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প, ক্যাম্প নং-১৩, ব্লক-এ-৫, সাইড মাঝি আজিমুল্যার বাড়ির পাশে, থানা – উখিয়া, জেলা – কক্সবাজার দ্বয়কে গ্রেফতার করেন।তাদের হেফাজত হতে মোট ২,০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা নং–৩০, তারিখ–২৬/০৯/২০২৫ খ্রিস্টাব্দ, ধারা–২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এর ৩৬(১) সারণির ১০(ক) মোতাবেক নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।