
শাকির হোসেন,কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।
অভিযানে সম্পূর্ণ খাওয়ার উপযোগী ৭০ লিটার এবং ৩২টি ড্রামে প্রক্রিয়াজাত ৬৪০০ লিটার দেশীয় মদ জব্দ করা হয়। এছাড়া দেশীয় অস্ত্র—রামদা, এবং মদ তৈরির বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় উদ্ধারকৃত মদগুলো ঘটনাস্থলেই ধ্বংস (ডিস্ট্রয়) করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে মদ প্রস্তুত ও বিক্রি করা হচ্ছিল। স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ তাৎক্ষণিকভাবে এ অভিযান পরিচালনা করে।
তবে অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, ফলে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।কালিয়াকৈর থানাধীন মৌচাক হাঁড়ির এসআই মজিদ বলেন, আমরা সেনাবাহিনীর নেতৃত্বে নিয়মিত টহল অভিযান পরিচালনা করছি। স্থানীয়দের সহযোগিতায় আজকের অভিযানে সফলভাবে বিপুল পরিমাণ মদ ধ্বংস করা হয়েছে।
ভবিষ্যতেও আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এলাকায় অবৈধ মদ উৎপাদন ও মাদক বাণিজ্যের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।