
মোঃ মুক্তাদির হোসেন,স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালীগঞ্জে কালীগঞ্জ নিউ আধুনিক হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। এ সময় একটি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে কালীগঞ্জ পৌর এলাকার পুরাতন ব্যাংকের মোড়ে অবস্থিত কালীগঞ্জ নিউ আধুনিক হাসাপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় হাসাপাতালের লাইসেন্স নবায়ন না থাকা, প্রয়োজনীয় জনবলের অভাব, অপরিচ্ছন্নতার কারণে মেডিকেল প্রাকটিস, বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরীজ (রেগুলেশন) অর্ডিনেন্স এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হাসপাতালের পরিচালক বন্যা আক্তারের বিরুদ্ধে একটি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রসিকিউটর ডা. রেজওয়ানা রশীদ, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, স্যানেটারী ইন্সপেক্টর দেব প্রসাধ মিত্র ও থানা পুলিশ উপস্থিত ছিল।