
রাশেদ নিজাম শাহ,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ মঙ্গলবার বিকাল ৫ টায় ভেড়ভেড়ী মাঝাপাড়া উচ্চ বিদ্যালয়ে পুটিমারী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সদস্য পদ নবায়ন ও সংগ্রহ সমাপ্তি উপলক্ষে ও আসন্ন নির্বাচন নিয়ে জনসভা সফল করার লক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় পুটিমারী ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল রানার সভাপতিত্বে ও সাঃ সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, সৈয়দপুর রাজনৈতিক জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আলমগীর হোসেন সহ ওয়ার্ডের সভাপতি/সম্পাদক বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে,উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন,আমাদের অস্তিত্বের লড়াই ১৭ বছর পালিয়েছিলাম,মামলা,হামলা,জেল,গুম, হত্যা,কত মায়ের বুক খালি হয়েছে,ছোট বাচ্চারা পিতৃহারা হয়েছে আমরা আর এদেশে এভাবে থাকতে চাই না আমরা বাংলাদেশকে পরিবর্তন করতে চাই আপনারা কি একমত।ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচনে ধানের শীষের ভোটের জন্য ওয়ার্ড পর্যায়ে কাজ করুন। প্রতি ওয়ার্ডে ৪০০ করে সদস্য ফরম পুরনের লক্ষে কাজ করুন।