মোঃ ইমরান হোসেন প্রতিনিধিঃ বটিয়াঘাটা উপজেলার বালিয়া ডাঙ্গা ইউনিয়নের বিরাট খেয়াঘাটের সংস্কার কাজের শুভ উদ্ভোধন।উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুবকর সিদ্দিক এর সঞ্চালনায় সোমবার বেলা ১ টার দিকে বিরাট খেয়াঘাটে উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তন্নি ফিতা কেটে সংস্কার কাজের শুভ উদ্ভোধন করেন।দীর্ঘদিন বিরাট খেয়াঘাট ভঙ্গুর অবস্থায় থাকায় অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এ কাজের উদ্ভোধন করেন।
যাত্রীদের দুর্ভোগ দুর্দশার কথা চিন্তা করে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজ উদ্যোগ এবং বর্তমান বালিয়াডাঙ্গা ইউনিয়নের প্রশাসক যুব উন্নয়ন কর্মকর্তা আসা যাওয়ার সময় দৃষ্টি গোচর হয় খেয়াঘাটের দুর্দষার দৃশ্য।তার পর পরই তিনিও উপজেলা নির্বাহী অফিসারকে ঘাটটি সংস্কারের প্রস্তাব দেন।খেয়া ঘাটটি দিয়ে তিনটি ইউনিয়নের লোক পার হয়।
এই ঘাটটি বটিয়াঘাটা সদরের সাথে যোগাযোগের সহজ মাধ্যম।সদরে হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারী বিভিন্ন অফিস থাকায় গুরুত্বপূর্ণ হিসেবে এই ঘাটটি ব্যাবহার করা হয়।ভাটির সময় পল্টন থেকে প্রায় ১০০ ফিট নিচে চলে যায় পনি, ফলে পারা পরের সময় প্রায়ই দুর্ঘটনার কবলে পড়তে হয় সাধারন মানুষের।
এসব বিষয় সাংবাদিকদের দৃষ্টিগোচর হলে সাংবাদিকেরাও বিভিন্ন পত্র পত্রিকায় নিউজ করেন এবং কর্তৃপক্ষকে অবগত করেন।তাছাড়া নেতা কর্মী ও সাধারন মানুষ এই ঘাটের বিষয় অঘিযোগ করেন। সব বিষয় অবগত হয়ে নির্বাহী অফিসার এই কাজের জন্য বিশেষ ভাবে গুরুত্ব দিয়ে তিনটি ইউপি চেয়ারম্যানের সাথে কথা বলে এই কাজের বাস্তবায়ন করেন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি)শত ঈল ইভান,বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম, প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ তারিকুল ইসলাম, বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম,খুলনা জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ,২নং সদর ইউনিয়ান বিএনপির আহবায়ক মোল্লা ইমরান আহম্মদ,সদস্য সচিব পলাশ মহলদার,সাংবাদিক মোঃসোহরাব হোসেন মুন্সি,ইমরান হোসেন,তরিকুল ইসলাম,বালিয়াডাঙ্গা ইউনিয়ানের সচিব ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম।
এছাড়াও গ্রাম পুলিশ ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।