
জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ কক্সবাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৪ ব্যাটালিয়নের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন রোহিঙ্গা আসামীকে আটক করা হয়েছে।
গতকাল ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত আনুমানিক ২টায় তুমব্রু সীমান্তের পশ্চিমকুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ব্যাগ তল্লাশি করে ৮০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা ক্যাম্প ২ ইষ্ট এ-১ ব্লকের নুরুল হকের ছেলে মো. আলম (৩০) কে আটক করা হয়।
বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, “ আটক আসামী ও ইয়াবা ট্যাবলেট যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে থানায় হস্তান্তর করা হবে।