দলিল যার, জমি তার—ন্যায়ের মাটিতে দাঁড়াও বাংলাদেশ
অ্যাডভোকেট মো কামরুজ্জামান ভূঁইয়া
দলিল যার, জমি তার—এটাই ন্যায়ের চিরন্তন বিচার,
তবু প্রায়ই দেখা যায় দেশে,
দলিল হাতে মানুষ হাঁটে নিরাশায় বেশে।
কাগজে যার নাম লেখা,
বাস্তবে তার জমিতে অন্যের দেখা,
কোথায় আইন, কোথায় প্রশাসন?
প্রতারণার জালে বন্দী হয় সাধারণ মন।
মাতৃভূমির মাটি সোনার সমান,
তবু দখলবাজের চোখে তা লালসার গান,
জমির কাগজ, দলিল, খতিয়ান—
সবই যেন ন্যায়ের মঞ্চে পরীক্ষার আহ্বান।
আইনের পথে যে চলে,
সে হারে অন্যায়ের দলে,
যখন ন্যায়ের দলিলেও নেই নিরাপত্তা,
তখন দেশজুড়ে জেগে ওঠে নীরব প্রতিবাদী ব্যথা।
তবু আশার আলো নিভে না,
বিচার এখন মানুষের জানা,
দলিলের মর্যাদা ফিরিয়ে দিতে হবে,
আইনের শাসন ঘরে ঘরে গড়ে তুলতে হবে।
বাংলাদেশের মাটিতে সত্যের চাষ হোক,
দলিল যার, জমি তার — এ নীতি হোক শোকর,
আইন, প্রশাসন, সমাজ এক হোক হাতে,
ন্যায় ফিরে আসুক বাংলার প্রতিটি ঘাতে।
অ্যাডভোকেট মো কামরুজ্জামান ভূঁইয়া 




















