
জিল্লুর রহমান ,লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ পিআর পদ্ধতিতে নির্বাচন এবং ৫ দফা দাবিতে লালমনিরহাটে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে এসে সমাবেশে পরিণত হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
সমাবেশে সভাপতির বক্তব্য দেন লালমনিরহাট জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অ্যাডভোকেট আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাকিম ও জেলা সহঃ সেক্রেটারি হাফেজ মো. শাহ আলম।
বক্তারা বলেন, দেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের জন্য জুলাই সনদকে অবিলম্বে কার্যকর করতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে জাতীয় সংসদ ও উভয় কক্ষে পিআর পদ্ধতি চালুর দাবি জানানো হয়। একইসাথে সমাবেশ থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়—
• জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন।
• জাতীয় সংসদ ও সব কক্ষের নির্বাচনে পিআর পদ্ধতি চালু।
• সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ।
• বিগত সরকারের জুলুম, নির্যাতন ও গণহত্যার বিচার দৃশ্যমান করা।
• স্বৈরাচারের সহযোগী জাতীয় পার্টি এবং ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।
নেতারা অভিযোগ করেন, গত সরকারের দমন-পীড়ন, গুম-খুন ও ভোটাধিকার হরণ দেশের মানুষকে গভীর সংকটে ফেলেছে। এর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা । আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদরের আমীর প্রভাষক মোঃ মাহিবুর রহমান মাওঃ মোঃ জয়নাল আবেদীন প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে লালমনিরহাট জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন শাখার জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির এবং সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।