
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুমানিক ভোর ৫:৪০ ঘটিকার সময় দীঘলকান্দি নামক স্থানে রংপুরগামী লেনে অজ্ঞাত নামা ১ টি ট্রাকের পিছনে পাভেল এক্সপ্রেস অজ্ঞাত রেজিস্ট্রেশন এর ১টি বাস ধাক্কা দিলে ট্রাকের হেলপার গুরুতর আহত হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই দুর্ঘটনা কবলিত ট্রাক এবং বাস টি চলে যায়।
ঘটনাস্থলে পাভেল এক্সপ্রেসের সামনের পড়ে থাকা গ্লাস দেখে বাসটি পাভেল এক্সপ্রেস বলে সনাক্ত করে পুলিশ। উক্ত ঘটনায় ১ টি নোহা মাইক্রো পাভেল এক্সপ্রেসের পিছনে এসে ধাক্কা লাগলে সেই নোহা মাইক্রোটিও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে পড়ে থাকা ট্রাকের আহত হেলপারকে স্থানীয় লোকজন এবং কুন্দারহাট হাইওয়ে পুলিশের সহযোগিতায় জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সেই হেলপার মৃত্যুবরণ করেন। মৃতের লাশ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে রাখা আছে। তার পরিচয় সনাক্ত করা যায়নি। যদি কেউ তাকে চিনতে পারেন তাহলে তার পরিবারকে দ্রুত বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে যোগাযোগ করতে বলার জন্য অনুরোধ করা হলো।