
রনজিৎ সরকার রাজ ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ ২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে কেন্দ্র ঘোষিত ৫ দফা বাস্তবায়নে বাংলাদেশ জামায়েতে ইসলামী দিনাজপুরের বীরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে।
উপজেলা জামাতের আমির ক্বারী আজিজুর রহমানের সভাপতিত্ব এবং দিনাজপুর-১ আসনের ঘোষিত এমপি প্রার্থী মোঃ মতিউর রহমানের নেতৃত্বে জুম্মার নামাজের পর থেকেই প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মী তাদের দলীয় কার্যালয়ের সামনে সমবেত হতে থাকে। এক পর্যায় বিকেল ৪ টার দিকে শত শত নেতাকর্মী পৌর শহরের প্রধান প্রধান সড়কে তাদের ৫ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ মিছিল প্রদর্শন করে।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নায়েবে আমির সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এ কে এম কাওসার, সেক্রেটারি মনজুরুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি বীরগঞ্জ পৌরসভার ঘোষিত মেয়র প্রার্থী রাশেদুন নবী বাবু, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সহ-সেক্রেটারি এস এম হাদিউজ্জামান হাদী এবং অন্যান্যরা। বক্তারা আগামীতে সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।