
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন পরিশোধ ও উৎপাদন পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ওরিয়ন নিট টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা। রবিবার (৫ অক্টোবর ২০২৫) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে জামিরদিয়া আইডিয়াল মোড়ে তারা এ বিক্ষোভ করেন।
খবর পেয়ে ভালুকা সেনাবাহিনীর ক্যাম্পের টহল টিম, শিল্প পুলিশ-৫ ও হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টা বিক্ষোভের পর শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে সড়ক ত্যাগ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অর্ডার সংকটের কারণে গত ৮ সেপ্টেম্বর থেকে কারখানাটির উৎপাদন বন্ধ রয়েছে। প্রায় এক মাস পেরিয়ে গেলেও কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, ফলে শ্রমিকদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও ক্ষোভ।শ্রমিকদের অভিযোগ, সেপ্টেম্বর মাসের বেতন এখনও পরিশোধ করা হয়নি। এতে বাসাভাড়া, সন্তানের পড়াশোনা ও সংসার খরচ চালাতে তারা চরম বিপাকে পড়েছেন।
শ্রমিকনেতা তোতা মিয়া বলেন, “ফ্যাক্টরিতে কর্মরত ৪২ জন ম্যানেজমেন্ট স্টাফের আগস্ট মাসের বেতন ১৮ সেপ্টেম্বর দেওয়ার কথা ছিল, কিন্তু এখনো তা পরিশোধ হয়নি। এছাড়া যারা চাকরি ছেড়ে গেছেন, তাদের মধ্যে ৫৩ জন শ্রমিকের বেনিফিট ও সার্ভিস চার্জও বকেয়া।”
তিনি আরও জানান, “৮ অক্টোবরের মধ্যে দাবিগুলো পূরণ না হলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।” নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী শ্রমিক বলেন, “গত মাসের বেতন না পাওয়ায় আমরা মানবেতর জীবনযাপন করছি। বাড়িভাড়া ও সন্তানের পড়ার খরচ দিতে পারছি না।”ওরিয়ন নিট টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শিল্প পুলিশ-৫ এর পুলিশ সুপার ফরহাদ হোসেন খান বলেন, “প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, কারখানাটিতে মালিকানা দ্বন্দ্ব রয়েছে। এ কারণে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হচ্ছে। আমরা মালিকপক্ষ ও শ্রমিকদের নিয়ে আলোচনায় বসব, যাতে দ্রুত বেতন পরিশোধ ও উৎপাদন পুনরায় চালুর ব্যবস্থা করা যায়।”