নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের ভালুকায় বিএনপির বহিষ্কৃত নেতা ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চুর অনুসারীরা থানায় মব সৃষ্টি করে আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, ছাত্রদল কর্মী নিহাত হাসান শান্তর ওপর হামলার ঘটনায় ভালুকা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রোহাদ মিয়াকে আসামী করে ভালুকা মডেল থানায় একটি মামলা (মামলা নংঃ ৪৩/২৭-৯-২৫ ইং) রুজু হয়। পরে রবিবার সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ সময় বহিষ্কৃত নেতা ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চুর নির্দেশে তার অনুসারীরা মহাসড়ক অবরোধ করে মব সৃষ্টি করে থানায় গিয়ে আসামী রোহাদ মিয়াকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে সচেতন মহল বলেন, মামলা হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ম অনুযায়ী আসামীকে গ্রেফতার করেছে। কিন্তু বহিষ্কৃত এক নেতার নির্দেশে তার অনুসারীরা মহাসড়ক অবরোধ করে মব সৃষ্টি করা এবং থানা থেকে আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টা বিএনপির জন্য যেমন লজ্জাজনক, তেমনি সাধারণ মানুষের মনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
অন্যদিকে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা দাবি করেছেন, ছাত্রদল কর্মী নিহাত হাসান শান্তর ওপর হামলাকারীদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থা নিতে হবে।
এদিকে ছাত্রদল কর্মী নিহাত হাসান শান্তর উপর হামলার প্রতিবাদে ছাত্রদলের সাধারণ কর্মীবৃন্দের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি থেকে হামলাকারীদের প্রশাসনিক ও দলীয় শাস্তির দাবি জানানো হয়।
নাম প্রকাশে অনুচ্ছুক এক স্থানীয় বিএনপি নেতা বলেন, আমরা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু এ ধরনের ঘটনার মাধ্যমে দলের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, কিছু বিএনপির নেতাকর্মীরা থানায় এসে বিভিন্ন রকম স্লোগান দিয়েছে। পরে বিএনপির সিনিয়র নেতাদের হস্তক্ষেপে বিষয়টি সমাধান হয়।