
মোঃ জোনায়েদ হোসেন জুয়েল,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া মোলা বাড়ির কৃতি সন্তান, প্রখ্যাত আলেমে দ্বীন আলহাজ্ব হযরত মাওলানা ফজলুল হক নূরনগরী (৯৫) ইন্তেকাল করেছেন।
ইন্নালিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি গত ২১ সেপ্টেম্বর রোববার সকাল ৯টার দিকে রাজধানীর কামরাঙ্গীরচর ব্যাটারিঘাট আল মদিনা মসজিদ গলির শরিফাতুন্নেছা মহিলা মাদ্রাসার বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহীকে রেখে গেছেন।মাওলানা ফজলুল হক নূরনগরী কর্মজীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী আরমানিটোলার তারা মসজিদ ফোরকানিয়া মাদ্রাসায় কোরআন শিক্ষা ও খেদমত করে গেছেন। একই সঙ্গে তিনি শরিফাতুন্নেছা মহিলা মাদ্রাসার পরিচালক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
শিক্ষাজীবনে তিনি কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী কওমি প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইমদাদিয়া, শহীদীর মসজিদ থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। জানা যায়, নূরনগরী হুজুর তরুণ বয়সে ঢাকা থেকে পায়ে হেঁটে কিশোরগঞ্জে মাদ্রাসায় ভর্তি হতে এসেছিলেন।
তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জ জেলার সাংবাদিক মহল গভীর শোক প্রকাশ করেছে। আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন NPS কিশোরগঞ্জ শাখা থেকেও পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
মাওলানা ফজলুল হক নূরনগরীর ইন্তেকালে দেশের ইসলামী অঙ্গন এক মহান শিক্ষাবিদের প্রয়াণে গভীরভাবে শোকাহত।