
আব্দুল জব্বার, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা সাব-রেজিস্টার অফিসে মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর বিভিন্ন অনিয়ম দূনীতির অভিযোগে দূনীতি দমন কমিশন ঠাকুরগাঁও জেলা সমন্বিত কার্যালয়ের একটি টিম অভিযান পরিচালনা করেন।
জেলা সমন্বিত কার্যালয় সূত্রে জানাযায়, সাব-রেজিষ্ঠার অফিসে বায়নামা দলিলে তারিখ না দেওয়া, বায়নামা দলিলে দাতা ও গ্রহীতার পরবর্তীতে দলিল সম্পাদন না করা। বাজার মূল্যে দলিল সম্পাদন না করা,অতিরিক্ত টাকা নেওয়ার সহ কয়েকটি অনিয়মের ভিক্তিতে অভিযান পরিচালনা করা হয়।
এসময় সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আজমির শরিফ মারজী বলেন, জনগন যেন ভোগান্তিতে না পরে সরকার যেন রাজস্ব থেকে বঞ্চিত না হয় এজন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এই অভিযানের সময় উপস্থিত ছিলেন সাব-রেজিস্টার নাহিদুল ইসলাম,অফিস সহকারি রবিউল ইসলাম, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ দলিল লেখকরা।