
আবু নাঈম রিপন, নরসিংদী প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন ০৭ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
অক্টোবর বুধবার বিকেলে মানিকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা বিএনপির সহসভাপতি ও লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আফছার উদ্দিন।
বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী। শিবপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ সুমন মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাছুম মোল্লা, দুলালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আঃ মতিন ফরায়েজি, আফসার উদ্দিন দেওয়ান, মঈনুল ইসলাম মিলন, মোঃ বাবুল মিয়া প্রমুখ। সভা পরিচালনা করেন দুলালপুর ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক মোঃ মাহবুবুর রহমান মাসউদ।