
মোঃ জোনায়েদ হোসেন জুয়েল,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার চেয়ে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) কাছে স্মারকলিপি দিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয় জনসাধারণ। সোমবার (৬ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।
গত ৮ সেপ্টেম্বর উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামে দুর্বৃত্তদের হামলায় নিহত হন যুবক মিজানুর রহমান শরীফ (২৯)। একই ঘটনায় আহত আরও দু’জন বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোক ও ক্ষোভের পরিবেশ বিরাজ করছে।নিহতের পরিবারের অভিযোগ, মামলা দায়েরের পরও প্রায় এক মাস ধরে আসামিরা গ্রেফতার হয়নি। বরং আসামিপক্ষ মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করছে। এতে পরিবার ও গ্রামবাসীর মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
স্মারকলিপিতে ছয়টি দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে— দ্রুত আসামিদের গ্রেফতার, নিরপেক্ষ তদন্ত, নিহত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, মিথ্যা মামলা প্রত্যাহার, তদন্তে অবহেলা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা এবং দ্রুত বিচার সম্পন্ন করা।স্থানীয় জনগণ স্মারকলিপি প্রদানের সময় বলেন, একটি হত্যার ঘটনা ঘটার পর এতদিনেও আসামিদের গ্রেফতার না হওয়া অস্বাভাবিক। এতে সাধারণ মানুষ আইনের প্রতি আস্থা হারাতে বসেছে।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার স্মারকলিপি গ্রহণ করে নিহত পরিবারকে আশ্বস্ত করেছেন যে ন্যায়বিচার নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।