পঞ্চগড় জেলা প্রতিনিধি ,খাদেমুল ইসলাম
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।সোমবার (১ ডিসেম্বর) অনাড়ম্বর আয়োজনে ব্যাটালিয়ন সদর দফতরে দিনব্যাপী নানা অনুষ্ঠান হয়।
সুবর্ণজয়ন্তী উপলক্ষে সোমবার দুপুরে ব্যাটালিয়ন চত্বরে আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করে বিজিবি। এসময় বিজিবি মহাপরিচালকের সৌজন্যে কেক কাটা ও দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,অতিরিক্ত মহাপরিচালক ও উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুর সদর দফতরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ সুরুজ মিয়া, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস, পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলামসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।
এ সময় বক্তারা ব্যাটালিয়নের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ও উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুর সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, বিজিবি সীমান্তে কঠোর অবস্থানে দায়িত্ব পালন করে আসছে। একই সাথে সীমান্তের পাশাপাশি সিভিল প্রশাসনকে বিভিন্ন সময়ে সহায়তা প্রদান করে উত্তম পেশাদারিত্ব প্রদান করে প্রশংসা অর্জন করে আসছে বিজিবি।এই ধারা অব্যাহত রাখতে এবং সুবর্ণ জয়ন্তী উদযাপনের মধ্য দিয়ে সকলের সহায়তা কামনা করেন তিনি।
Reporter Name 

















