
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর জোহা জানিয়েছেন, জুলাই আন্দোলন দমাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ড মুছে ফেলার কাজ চালানো হয়েছিল এনটিএমসির তৎকালিন মহাপরিচালকের নির্দেশে।
জুলাই আন্দোলন দমাতে ফোনের মাধ্যমে হাজারো নির্দেশনা দেন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরের ৫ আগস্ট, যখন তিনি ভারতের দিল্লিতে ছিলেন, ঢাকায় তার কলরেকর্ড মুছে ফেলার কাজ চালানো হয়েছিল।
বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর জোহা জানিয়েছেন, ওই সময় লোক পাঠিয়ে এনটিএমসির সার্ভার থেকে মুছে ফেলা হয় শেখ হাসিনার ৪টি ফোনের মালিকানার তথ্যসহ প্রায় ১ হাজার কল রেকর্ড। একইসঙ্গে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক এক পরিকল্পনা মন্ত্রীর কল রেকর্ডও মুছে ফেলা হয়।
জানানো হয়েছে, জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনা মোট চারটি ফোন ব্যবহার করতেন। এনটিএমসির তৎকালিন মহাপরিচালক জিয়াউল আহসানের নির্দেশে ওপেন সোর্সের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত এক ব্যক্তি এই তথ্য মোছার কাজ সম্পন্ন করেন।
প্রাথমিকভাবে শনাক্ত হওয়া ৪টি ফোন নাম্বারের মালিক শেখ হাসিনা। মুছে ফেলা এই ডিজিটাল এভিডেন্স উদ্ধারের চেষ্টা চলছেই। উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় কিছু ফোনালাপ উদ্ধার করেছেন ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা। সেই রেকর্ডে শেখ হাসিনাকে মারনাস্ত্র ব্যবহার ও হেলিকপ্টার থেকে গুলিসহ নানা নির্দেশ দিতে শোনা গেছে। আন্দোলন দমন ও হতাহতের তথ্য গোপন রাখতে অনেক সময় ইন্টারনেটও বন্ধ রাখা হতো।